4. দুরাচার দুষ্ট ওষ্ঠাধরের কথা শোনে;মিথ্যাবাদী হিংস্র জিহ্বায় কান দেয়।
5. যে দীনহীনকে পরিহাস করে, সে তার নির্মাতাকে ব্যঙ্গ করে;যে বিপদে আনন্দ করে, সে দণ্ডিত হবেই হবে।
6. পুত্রদের সন্তানেরা বৃদ্ধদের মুকুট,এবং পিতারাই বালকদের শোভা।
7. বাক্পটু ঠোঁট মূর্খের অনুপযুক্ত,মিথ্যাবাদী ওষ্ঠ শাসনকর্তার জন্য আরও অনুপযুক্ত।
8. যে ঘুষ দেয়, তার দৃষ্টিতে ঘুষ বহুমূল্য মণির মত;সে যে দিকে ফেরে, সেই দিকে কৃতকার্য হয়।