মেসাল 17:18-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. হীনবুদ্ধি হাতে হাত তালি দেয়,প্রতিবেশীর কাছে জামিন হয়।

19. যে বিরোধ ভালবাসে, সে অধর্ম ভালবাসে;যে নিজের দরজা উঁচু করে, সে বিনাশের খোঁজ করে।

20. যে কুটিলমনা, সে মঙ্গল পায় না;যার জিহ্বা বাঁকা, সে বিপদে পড়ে।

21. হীনবুদ্ধির জন্মদাতা নিজের খেদ জন্মায়;মূর্খের পিতা আনন্দ পায় না।

22. আনন্দিত হৃদয় দেহের স্বাস্থ্যজনক;কিন্তু ভগ্ন রূহ্‌ অস্থি শুকিয়ে ফেলে।

মেসাল 17