মেসাল 16:9-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. মানুষের মন নিজের পথের বিষয় সঙ্কল্প করে;কিন্তু মাবুদ তার পদক্ষেপ স্থির করেন।

10. বাদশাহ্‌র ওষ্ঠে অনুপ্রাণিত বিচারাজ্ঞা থাকে,বিচারে তাঁর মুখ গুনাহ্‌ করবে না।

11. খাঁটি বাটখারা ও দাঁড়িপাল্লা মাবুদেরই;থলের বাটখারাগুলো তাঁর কৃত বস্তু।

12. দুষ্ট আচরণ বাদশাহ্‌দের ঘৃণাস্পদ;কারণ ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে।

মেসাল 16