মেসাল 16:26-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. শ্রমিকের ক্ষুধাই তাকে পরিশ্রম করায়;বস্তুত তার মুখ তাকে পীড়াপীড়ি করে।

27. পাষণ্ড খনন করে অনিষ্ট তোলে,তার ওষ্ঠে যেন জ্বলন্ত অঙ্গার থাকে।

28. কুটিল ব্যক্তি ঝগড়া ছড়িয়ে দেয়,অপবাদকারী মিত্রভেদ জন্মায়।

29. জুলুমবাজ প্রতিবেশীকে লোভ দেখায়,এবং তাকে মন্দ পথে নিয়ে যায়।

30. যে চোখ বন্ধ করে,সে কুটিল বিষয়ের সঙ্কল্প করার জন্যই করে,যে ঠোট বাঁকা করে, সে দুষ্কর্ম সিদ্ধ করে।

31. পাকা চুল শোভার মুকুট;তা ধার্মিকতার পথে পাওয়া যায়।

32. যে ক্রোধে ধীর, সে বীর হতেও উত্তম,নিজের রূহের শাসনকারী নগর-জয়কারী থেকেও শ্রেষ্ঠ।

33. লোকে গুলিবাঁট করে,কিন্তু তার সমস্ত নিষ্পত্তি মাবুদ থেকে হয়।  

মেসাল 16