13. সত্যবাদী ওষ্ঠাধর বাদশাহ্দের প্রিয়,তাঁরা ন্যায়বাদীকে ভালবাসেন।
14. বাদশাহ্র ক্রোধ মৃত্যুর দূতদের মত;কিন্তু জ্ঞানবান লোক তা শান্ত করে।
15. বাদশাহ্র মুখের আলোতে জীবন,তাঁর অনুগ্রহ অন্তিম বর্ষার মেঘ।
16. সোনার চেয়ে প্রজ্ঞা লাভ কেমন উত্তম;রূপার চেয়ে বিবেচনা লাভ করা কত পছন্দনীয়!
17. দুষ্কর্ম থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ;যে তার নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।
18. বিনাশের আগে অহঙ্কার,পতনের আগে মনের গর্ব।
19. বরং দীনহীনদের সঙ্গে নম্রাত্মা হওয়া ভাল,তবু অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করা ভাল নয়।
20. যে কালামে মন দেয়, সে মঙ্গল পায়;এবং যে মাবুদের উপর নির্ভর করে, সে সুখী।
21. বিজ্ঞচিত্ত বুদ্ধিমান বলে আখ্যাত হয়;এবং ওষ্ঠের মাধুরী পাণ্ডিত্যের বৃদ্ধি করে।
22. বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের ফোয়ারা;কিন্তু অজ্ঞানতা জ্ঞানহীনের শাস্তি।
23. জ্ঞানবানের হৃদয় তার মুখকে বুদ্ধি দেয়,তার ওষ্ঠে পাণ্ডিত্য যোগায়।