1. মানুষ মনে মনে নানা সঙ্কল্প করে,কিন্তু জিহ্বার উত্তর মাবুদ থেকে হয়।
2. মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ;কিন্তু মাবুদই রূহ্গুলো পরিমাপ করেন।
3. তোমার কাজের ভার মাবুদের উপর অর্পণ কর,তাতে তোমার সমস্ত সঙ্কল্প সিদ্ধ হবে।
4. মাবুদ সকলই স্ব স্ব উদ্দেশ্যে করেছেন,দুষ্টকেও দুর্দশা দিনের জন্য ঠিক করে রেখেছেন।
5. যে কেউ দিলে গর্বিত, সে মাবুদের ঘৃণাস্পদ,নিশ্চিত হও যে, সে অদণ্ডিত থাকবে না।
6. দয়া ও বিশ্বস্ততায় অপরাধের কাফ্ফারা হয়,আর মাবুদের ভয়ে মানুষ মন্দ থেকে সরে যায়।
7. মানুষের পথ যখন মাবুদের সন্তোষজনক হয়,তখন তিনি তার দুশমনদের তার সঙ্গে শান্তিতে বাস করান।
8. ধার্মিকতার সঙ্গে অল্পও ভাল,তবুও অন্যায়ের সঙ্গে প্রচুর আয় ভাল নয়।
9. মানুষের মন নিজের পথের বিষয় সঙ্কল্প করে;কিন্তু মাবুদ তার পদক্ষেপ স্থির করেন।
10. বাদশাহ্র ওষ্ঠে অনুপ্রাণিত বিচারাজ্ঞা থাকে,বিচারে তাঁর মুখ গুনাহ্ করবে না।
11. খাঁটি বাটখারা ও দাঁড়িপাল্লা মাবুদেরই;থলের বাটখারাগুলো তাঁর কৃত বস্তু।