মেসাল 15:9-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. দুষ্টদের পথ মাবুদের ঘৃণাস্পদ;কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।

10. অসৎ পথের পথিকের জন্য দুঃখদায়ক শাস্তি আছে;যে তিরস্কার ঘৃণা করে, সে মরবে।

11. পাতাল ও বিনাশস্থান মাবুদের দৃষ্টিগোচর;তবে বনি-আদমদের হৃদয়ও কি তদ্রূপ নয়?

12. নিন্দুক তিরস্কার ভালবাসে না;সে জ্ঞানবানের কাছে যায় না।

13. আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে,কিন্তু মনের ব্যথায় রূহ্‌ ভগ্ন হয়।

14. বুদ্ধিমানের মন জ্ঞান খোঁজ করে;কিন্তু হীনবুদ্ধিদের মুখ মাত্র অজ্ঞানতা খায়।

15. দুঃখীর সকল দিনই অশুভ;কিন্তু যার হৃষ্টমন, তার সততই ভোজ।

16. মাবুদের ভয়ের সঙ্গে অল্পও ভাল,তবু উদ্বেগের সঙ্গে প্রচুর ধন ভাল নয়।

17. ভালবাসার সঙ্গে শাক খাওয়া ভাল,তবু দ্বেষভাবের সঙ্গে পুষ্ট গরু ভাল নয়।

18. যে ব্যক্তি ক্রোধী, সে অপরকে বিবাদে উত্তেজিত করে;কিন্তু যে ক্রোধে ধীর, সে ঝগড়া ক্ষান্ত করে।

19. অলসের পথ কাঁটার বেড়ার মত;কিন্তু সরলদের পথ রাজপথ।

20. জ্ঞানবান পুত্র পিতার আনন্দ জন্মায়;কিন্তু হীনবুদ্ধি লোক মাতাকে তুচ্ছ করে।

মেসাল 15