7. জ্ঞানবানদের ওষ্ঠাধর জ্ঞান ছড়িয়ে দেয়;কিন্তু হীনবুদ্ধিদের অন্তর স্থির নয়।
8. দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়;কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক।
9. দুষ্টদের পথ মাবুদের ঘৃণাস্পদ;কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।
10. অসৎ পথের পথিকের জন্য দুঃখদায়ক শাস্তি আছে;যে তিরস্কার ঘৃণা করে, সে মরবে।