3. মাবুদের চোখ সমস্ত জায়গায়ই আছে,তা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।
4. নিরাময়কারী জিহ্বা জীবন-বৃক্ষ;কিন্তু তা বিগড়িয়ে গেলে রূহ্ ভগ্ন হয়।
5. অজ্ঞান তার পিতার শাসন অগ্রাহ্য করে;কিন্তু যে তিরস্কার মানে, সেই সতর্ক হয়।
6. ধার্মিকের বাড়িতে মহাধন থাকে;কিন্তু দুষ্টের আয়ে উদ্বেগ থাকে।
7. জ্ঞানবানদের ওষ্ঠাধর জ্ঞান ছড়িয়ে দেয়;কিন্তু হীনবুদ্ধিদের অন্তর স্থির নয়।