24. বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী,যেন সে অধঃস্থিত পাতাল থেকে সরে যায়।
25. মাবুদ অহঙ্কারীদের বাড়ি উপড়ে ফেলেন,কিন্তু বিধবার সীমানা স্থির রাখেন।
26. কুসঙ্কল্পগুলো মাবুদের ঘৃণাস্পদ,কিন্তু মনোহর সমস্ত কথা পাক-পবিত্র।
27. ধনলোভী তার নিজের পরিজনের কাছে কাঁটার মত;কিন্তু যে ঘুষ ঘৃণা করে, সে জীবিত থাকে।
28. ধার্মিকের মন উত্তর দেবার জন্য চিন্তা করে;কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্গার করে।
29. মাবুদ দুষ্টদের থেকে দূরে থাকেন,কিন্তু তিনি ধার্মিকদের মুনাজাত শুনেন।
30. চোখের জ্যোতি চিত্তকে আনন্দিত করে,মঙ্গল-সমাচার সমস্ত অস্থি পুষ্ট করে।