মেসাল 15:21-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. নির্বোধ অজ্ঞানতায় আনন্দ করে,কিন্তু বুদ্ধিমান লোক সরল পথে চলে।

22. মন্ত্রণার অভাবে সমস্ত সঙ্কল্প ব্যর্থ হয়;কিন্তু অনেক মন্ত্রীর দরুন সেসব সুস্থির হয়।

23. মানুষ তার মুখের উত্তরে আনন্দ পায়;আর ঠিক সময়ে বলা কথা কেমন উত্তম।

24. বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী,যেন সে অধঃস্থিত পাতাল থেকে সরে যায়।

25. মাবুদ অহঙ্কারীদের বাড়ি উপড়ে ফেলেন,কিন্তু বিধবার সীমানা স্থির রাখেন।

26. কুসঙ্কল্পগুলো মাবুদের ঘৃণাস্পদ,কিন্তু মনোহর সমস্ত কথা পাক-পবিত্র।

27. ধনলোভী তার নিজের পরিজনের কাছে কাঁটার মত;কিন্তু যে ঘুষ ঘৃণা করে, সে জীবিত থাকে।

মেসাল 15