মেসাল 15:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।

2. জ্ঞানীদের জিহ্বা উত্তমরূপে জ্ঞান ব্যক্ত করে;কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্‌গার করে।

3. মাবুদের চোখ সমস্ত জায়গায়ই আছে,তা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।

মেসাল 15