1. কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।
2. জ্ঞানীদের জিহ্বা উত্তমরূপে জ্ঞান ব্যক্ত করে;কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্গার করে।
3. মাবুদের চোখ সমস্ত জায়গায়ই আছে,তা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।
4. নিরাময়কারী জিহ্বা জীবন-বৃক্ষ;কিন্তু তা বিগড়িয়ে গেলে রূহ্ ভগ্ন হয়।
5. অজ্ঞান তার পিতার শাসন অগ্রাহ্য করে;কিন্তু যে তিরস্কার মানে, সেই সতর্ক হয়।
6. ধার্মিকের বাড়িতে মহাধন থাকে;কিন্তু দুষ্টের আয়ে উদ্বেগ থাকে।
7. জ্ঞানবানদের ওষ্ঠাধর জ্ঞান ছড়িয়ে দেয়;কিন্তু হীনবুদ্ধিদের অন্তর স্থির নয়।
8. দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়;কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক।
9. দুষ্টদের পথ মাবুদের ঘৃণাস্পদ;কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।
10. অসৎ পথের পথিকের জন্য দুঃখদায়ক শাস্তি আছে;যে তিরস্কার ঘৃণা করে, সে মরবে।
11. পাতাল ও বিনাশস্থান মাবুদের দৃষ্টিগোচর;তবে বনি-আদমদের হৃদয়ও কি তদ্রূপ নয়?
12. নিন্দুক তিরস্কার ভালবাসে না;সে জ্ঞানবানের কাছে যায় না।