মেসাল 14:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. গরু না থাকলে যাবপাত্র পরিষ্কার থাকে;কিন্তু বলদের বলে প্রচুর ধন হয়।

5. বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে না;কিন্তু মিথ্যাসাক্ষী অসত্য কথা বলে।

6. নিন্দুক প্রজ্ঞার খোঁজ করে, আর তা পায় না;কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সুলভ।

7. তুমি হীনবুদ্ধির সম্মুখ থেকে চলে যাও,তার কাছে জ্ঞানের কথা শুনতে পাবে না।

8. নিজের পথ বুঝে নেওয়া সতর্কের প্রজ্ঞা,কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা ছলমাত্র।

মেসাল 14