মেসাল 14:31-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

31. যে দীনহীনের প্রতি জুলুম করে, সে তার নির্মাতাকে উপহাস করে;কিন্তু যে দরিদ্রের প্রতি রহম করে, সে তাঁকে সম্মান করে।

32. দুষ্ট লোক নিজের দুষ্কার্যে নিপাতিত হয়,কিন্তু মরণকালেও ধার্মিকের প্রত্যাশাথাকে।

33. জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে,কিন্তু হীনবুদ্ধিদের দিলে যা থাকে, তা প্রকাশ হয়ে পড়ে।

34. ধার্মিকতা জাতিকে উন্নত করে,কিন্তু গুনাহ্‌ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।

35. যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, তার প্রতি বাদশাহ্‌র অনুগ্রহ বর্তে;কিন্তু লজ্জাদায়ী তাঁর ক্রোধের পাত্র হয়।  

মেসাল 14