27. মাবুদের ভয় জীবনের উৎস,তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ।
28. অনেক প্রজার দরুন বাদশাহ্র শোভা হয়;কিন্তু জনবৃন্দের অভাবে ভূপতির সর্বনাশ ঘটে।
29. যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান;কিন্তু বদমেজাজী অজ্ঞানতা তুলে ধরে।
30. শান্ত হৃদয় শরীরের জীবন;কিন্তু ঈর্ষাগুলো অস্থির পচনস্বরূপ।