23. সমস্ত পরিশ্রমেই লাভ হয়,কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে।
24. জ্ঞানবানদের ধনই তাদের মুকুট;কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা অজ্ঞানতামাত্র।
25. সত্য সাক্ষী লোকের প্রাণ রক্ষা করে;কিন্তু যে অসত্য কথা বলে, সে ছলনা করে।
26. মাবুদের ভয় দৃঢ় বিশ্বাসভূমি;তাঁর সন্তানরা আশ্রয় স্থান পাবে।
27. মাবুদের ভয় জীবনের উৎস,তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ।
28. অনেক প্রজার দরুন বাদশাহ্র শোভা হয়;কিন্তু জনবৃন্দের অভাবে ভূপতির সর্বনাশ ঘটে।
29. যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান;কিন্তু বদমেজাজী অজ্ঞানতা তুলে ধরে।
30. শান্ত হৃদয় শরীরের জীবন;কিন্তু ঈর্ষাগুলো অস্থির পচনস্বরূপ।
31. যে দীনহীনের প্রতি জুলুম করে, সে তার নির্মাতাকে উপহাস করে;কিন্তু যে দরিদ্রের প্রতি রহম করে, সে তাঁকে সম্মান করে।
32. দুষ্ট লোক নিজের দুষ্কার্যে নিপাতিত হয়,কিন্তু মরণকালেও ধার্মিকের প্রত্যাশাথাকে।
33. জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে,কিন্তু হীনবুদ্ধিদের দিলে যা থাকে, তা প্রকাশ হয়ে পড়ে।
34. ধার্মিকতা জাতিকে উন্নত করে,কিন্তু গুনাহ্ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।
35. যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, তার প্রতি বাদশাহ্র অনুগ্রহ বর্তে;কিন্তু লজ্জাদায়ী তাঁর ক্রোধের পাত্র হয়।