13. যে কালাম তুচ্ছ করে, সে নিজের সর্বনাশ ঘটায়;যে ভয়পূর্বক হুকুম মানে, সে পুরস্কার পায়।
14. জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস,তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ।
15. সুবুদ্ধি অনুগ্রহজনক,কিন্তু বিশ্বাসঘাতকদের পথ অসমান।
16. যে কেউ সতর্ক, সে জ্ঞানপূর্বক কাজ করে;কিন্তু হীনবুদ্ধি মূর্খতা বিস্তার করে।