1. জ্ঞানবান পুত্র পিতার শাসনমানে,কিন্তু নিন্দুক ভর্ৎসনা শোনে না।
2. মানুষ নিজের মুখের ফল দ্বারা মঙ্গল ভোগ করে;কিন্তু বিশ্বাসঘাতক জুলুম করতে চায়।
3. যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে;যে ওষ্ঠাধর খুলে দেয়, তার সর্বনাশ হয়।
4. অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না;কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়।
5. ধার্মিক মিথ্যা কথা ঘৃণা করে;কিন্তু দুষ্ট লোক দুর্গন্ধস্বরূপ, সে লজ্জা জন্মায়।
6. ধার্মিকতা সিদ্ধাচারীকে রক্ষা করে;কিন্তু নাফরমানী গুনাহ্গারকে উপড়িয়ে ফেলে।
7. কেউ নিজেকে ধনবান দেখায় কিন্তু তার কিছুই নেই;কেউ বা নিজেকে দরিদ্র দেখায় কিন্তু তার মহাধন আছে।
8. মানুষের ধন তার প্রাণকে রক্ষা করে;কিন্তু দরিদ্রকে কেউ তর্জন-গর্জন করে না।