4. গুণবতী স্ত্রী স্বামীর মুকুটস্বরূপ,কিন্তু লজ্জাদায়িনী তার সকল অস্থির পচনস্বরূপ।
5. ধার্মিকদের সমস্ত সঙ্কল্প ন্যায্য,কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছলনা মাত্র।
6. দুষ্টদের কথাবার্তা যেন রক্তপাত করার জন্য লুকিয়ে থাকামাত্র;কিন্তু সরলদের মুখ তাদেরকে রক্ষা করে।
7. দুষ্টরা নিপাতিত হয়, তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়,কিন্তু ধার্মিকদের বাড়ি অটল থাকে।
8. মানুষ তার নিজের বিজ্ঞতানুরূপ প্রশংসা পায়,কিন্তু যে কুটিলচিত্ত, তাকে তুচ্ছ হয়।
9. যাকে তুচ্ছ করা হয়, তবুও যদি সে গোলাম রাখে,সে খাদ্যহীন গর্বিতমনা থেকে উৎকৃষ্ট।
10. ধার্মিক তার পশুর প্রাণের বিষয় চিন্তা করে;কিন্তু দুষ্টদের করুণা নিষ্ঠুর।
11. যে নিজের জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়;কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ায়, সে বুদ্ধিবিহীন।