মেসাল 12:12-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. দুষ্ট লোক দুর্জনদের লুটদ্রব্য বাসনা করে;কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ক।

13. ওষ্ঠের অধর্ম দ্বারা দুর্জন ফাঁদে ধরা পড়ে,কিন্তু ধার্মিক সঙ্কট থেকে উত্তীর্ণ হয়।

14. মানুষ তার মুখের ফল দ্বারা মঙ্গলে তৃপ্ত হয়,মানুষের হস্তকৃত কাজের ফল তারই প্রতি বর্তে।

15. অজ্ঞানের পথ তার নিজের দৃষ্টিতে সরল;কিন্তু যে জ্ঞানবান, সে পরামর্শ শোনে।

16. অজ্ঞানের বিরক্তি একসঙ্গে ব্যক্ত হয়,কিন্তুু সতর্ক লোক অপমান গোপন করে।

17. যে সত্যবাদী, সে ধর্মের কথা বলে;কিন্তু মিথ্যাসাক্ষী ছলনার কথা বলে।

18. অবিবেচনার কথাবার্তা তলোয়ারের আঘাতের মত,কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।

19. সত্যবাদীর কথা চিরকাল স্থায়ী;কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষমাত্র স্থায়ী।

20. কু-কল্পনাকারীদের দিলে ছল থাকে;কিন্তু যারা শান্তির মন্ত্রণা দেয়, তাদের আনন্দ হয়।

মেসাল 12