8. ধার্মিক সঙ্কট থেকে উদ্ধার পায়,কিন্তু সেই সঙ্কট দুষ্ট লোকের উপর এসে পড়ে।
9. মুখ দ্বারা পাষণ্ড তার প্রতিবেশীকে নষ্ট করে;কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকেরা উদ্ধার পায়।
10. ধার্মিকদের মঙ্গল হলে নগরে উল্লাস হয়;দুষ্টদের বিনাশ হলে আনন্দগান হয়;
11. সরল লোকদের দোয়ায় নগর উন্নত হয়;কিন্তু দুষ্টদের কথায় তা উৎপাটিত হয়।
12. যে প্রতিবেশীকে তুচ্ছ করে, সে বুদ্ধিবিহীন;কিন্তু বুদ্ধিমান নীরব হয়ে থাকে।
13. রটনাকারী গুপ্ত কথা ব্যক্ত করে;কিন্তু যে রূহে বিশ্বস্ত, সে কথা গোপন করে।
14. সুমন্ত্রণার অভাবে জাতি হেরে যায়;কিন্তু অনেক মন্ত্রির দরুন জয় নিশ্চিত হয়।
15. যে অপরের জামিন হয়, সে নিশ্চয়ই কষ্ট পায়;কিন্তু যে জামিন হতে অস্বীকার করে, সে নিরাপদ।
16. দয়ালু স্ত্রী সম্মান ধরে রাখে,আর দুর্দান্তেরা ধন ধরে রাখে।
17. দয়ালু নিজের প্রাণের উপকার করে;কিন্তু নির্দয় নিজের দেহের কাঁটা স্বরূপ।
18. দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে;কিন্তু যে ধার্মিকতার বীজ বোনে, সে সত্য বেতন পায়।
19. যে ধার্মিকতায় অটল, সে জীবন পায়;কিন্তু যে নাফরমানীর পিছনে দৌড়ায়,সে নিজের মৃত্যু ঘটায়।
20. বক্রচিত্তেরা মাবুদের ঘৃণার পাত্র;কিন্তু যারা নিজের পথে সিদ্ধ,তারা তাঁর সন্তোষের পাত্র।
21. হাতে হাত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকবে না;কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাবে।
22. যেমন শূকরের নাসিকায় সোনার নথ,তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী।