3. সরলদের সিদ্ধতা তাদের পথ দেখাবে;কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাদেরকে নষ্ট করবে।
4. গজব নেমে আসার দিনে ধন উপকারে আসে না;কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।
5. নির্দোষের ধার্মিকতা তার পথ সরল করে;কিন্তু দুষ্ট নিজের দুষ্টতায় পতিত হয়।
6. সরলদের ধার্মিকতা তাদেরকে উদ্ধার করে;কিন্তু বিশ্বাসঘাতকেরা নিজ নিজ কামনায় ধরা পড়ে।
7. দুষ্ট মরলে তার প্রত্যাশা নষ্ট হয়;আর অধর্মের প্রত্যাশা বিনাশ পায়।
8. ধার্মিক সঙ্কট থেকে উদ্ধার পায়,কিন্তু সেই সঙ্কট দুষ্ট লোকের উপর এসে পড়ে।
9. মুখ দ্বারা পাষণ্ড তার প্রতিবেশীকে নষ্ট করে;কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকেরা উদ্ধার পায়।
10. ধার্মিকদের মঙ্গল হলে নগরে উল্লাস হয়;দুষ্টদের বিনাশ হলে আনন্দগান হয়;