26. যে শস্য আটক করে রাখে, লোকে তাকে বদদোয়া দেয়;কিন্তু যে শস্য বিক্রি করে, তার মাথায় দোয়া বর্ষিত হয়।
27. যে সযত্নে মঙ্গল চেষ্টা করে, সে প্রীতির খোঁজ করে;কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায়, তারই প্রতি তা ঘটে।
28. যে নিজের ধনে নির্ভর করে তার পতন হবে;কিন্তু ধার্মিকরা সতেজ তরুশাখার মত প্রফুল্ল হয়।
29. যে নিজের পরিবারের কাঁটা, সে কিছুই পায় না;আর অজ্ঞান বিজ্ঞচিত্তের গোলাম হয়।