মেসাল 10:6-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. ধার্মিকের মাথায় বহু দোয়া অর্পিত হয়;কিন্তু দুষ্টদের মুখ জুলুম ঢেকে রাখে।

7. ধার্মিকের স্মৃতি দোয়ার বিষয়;কিন্তু দুষ্টদের নাম পচে যাবে।

8. বিজ্ঞচিত্ত লোক হুকুম গ্রহণ করে,কিন্তু অজ্ঞান বাচাল ধ্বংস হয়ে যাবে।

9. যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে,কিন্তু কুটিল আচরণকারীকে চেনা যাবে।

10. যে চোখ দ্বারা ইঙ্গিত করে, সে দুঃখ দেয়;আর জ্ঞানহীন বাচাল ধ্বংস হয়ে যাবে।

11. ধার্মিকের মুখ জীবনের ফোয়ারা;কিন্তু দুষ্টদের মুখ জুলুম ঢেকে রাখে।

12. ঘৃণা বিবাদের উত্তেজক,কিন্তু মহব্বত সমস্ত অধর্ম আচ্ছাদন করে।

13. জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়,কিন্তু বুদ্ধিবিহীনের পিঠের জন্য দণ্ড রয়েছে।

মেসাল 10