12. ঘৃণা বিবাদের উত্তেজক,কিন্তু মহব্বত সমস্ত অধর্ম আচ্ছাদন করে।
13. জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়,কিন্তু বুদ্ধিবিহীনের পিঠের জন্য দণ্ড রয়েছে।
14. জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে,কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশ ডেকে আনে।
15. ধনবানের ধনই তার দৃঢ় আশ্রয়,দরিদ্রদের দরিদ্রতাই তাদের সর্বনাশ।
16. ধার্মিকের শ্রম জীবনদায়ক,দুর্জনের আয় গুনাহ্জনক।