30. আমার পরামর্শে সম্মত হত না,আমার সমস্ত তিরস্কার তুচ্ছ করতো;
31. তাই তারা স্ব স্ব আচরণের ফল ভোগ করবে,স্ব স্ব কুপরামর্শের ফল দিয়ে উদর পূর্ণ করবে।
32. ফলে, অবোধদের বিপথগমনই তাদের মৃত্যুর কারণ হবে,হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাদেরকে বিনষ্ট করবে;
33. কিন্তু যে জন আমার কথা শোনে,সে নির্ভয়ে বাস করবে, শান্ত থাকবে,অমঙ্গলের আশঙ্কা করবে না।