25. তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে,আমার তিরস্কার শুনতে চাইলে না।
26. এজন্য তোমাদের বিপদে আমিও হাসব,তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করবো;
27. যখন ঝটিকার মত তোমাদের ভয় উপস্থিত হবে,ঘূর্ণিবাতাসের মত তোমাদের বিপদ আসবে,যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।
28. তখন সকলে আমাকে ডাকবে,কিন্তু আমি উত্তর দেব না,তারা সযত্নে আমার খোঁজ করবে,কিন্তু আমাকে পাবে না;
29. কারণ তারা জ্ঞানকে ঘৃণা করতো,মাবুদের ভয়কে মান্য করতো না;
30. আমার পরামর্শে সম্মত হত না,আমার সমস্ত তিরস্কার তুচ্ছ করতো;