মেসাল 1:22-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. ‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে?নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে?হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?

23. তোমরা আমার অনুযোগে ফিরে এসো;দেখ, আমি তোমাদের উপরে আমার রূহ্‌ সেচন করবো,আমার কথা তোমাদেরকে জানাব।’

24. আমি ডাকলে তোমরা অসম্মত হলে,আমি হাত বাড়িয়ে দিলে কেউ গ্রাহ্য করলে না;

25. তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে,আমার তিরস্কার শুনতে চাইলে না।

26. এজন্য তোমাদের বিপদে আমিও হাসব,তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করবো;

মেসাল 1