মেসাল 1:18-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. আর ওরা নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে,নিজেদেরই প্রাণ হরণ করতে গুপ্ত থাকে।

19. পরধন-অপহরক সকলেরই এই গতি,সেই ধন সেই গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে।

20. প্রজ্ঞা পথে পথে চিৎকার করে আহ্বান করে,হাটে-বাজারে নিজের আওয়াজ তোলে;

21. সে জনাকীর্ণ পথের চত্বরে আহ্বান করে,নগর-দ্বারগুলোর প্রবেশ-স্থানে,নগরে, সে এই কথা বলে;

22. ‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে?নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে?হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?

23. তোমরা আমার অনুযোগে ফিরে এসো;দেখ, আমি তোমাদের উপরে আমার রূহ্‌ সেচন করবো,আমার কথা তোমাদেরকে জানাব।’

24. আমি ডাকলে তোমরা অসম্মত হলে,আমি হাত বাড়িয়ে দিলে কেউ গ্রাহ্য করলে না;

25. তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে,আমার তিরস্কার শুনতে চাইলে না।

26. এজন্য তোমাদের বিপদে আমিও হাসব,তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করবো;

27. যখন ঝটিকার মত তোমাদের ভয় উপস্থিত হবে,ঘূর্ণিবাতাসের মত তোমাদের বিপদ আসবে,যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।

28. তখন সকলে আমাকে ডাকবে,কিন্তু আমি উত্তর দেব না,তারা সযত্নে আমার খোঁজ করবে,কিন্তু আমাকে পাবে না;

29. কারণ তারা জ্ঞানকে ঘৃণা করতো,মাবুদের ভয়কে মান্য করতো না;

30. আমার পরামর্শে সম্মত হত না,আমার সমস্ত তিরস্কার তুচ্ছ করতো;

31. তাই তারা স্ব স্ব আচরণের ফল ভোগ করবে,স্ব স্ব কুপরামর্শের ফল দিয়ে উদর পূর্ণ করবে।

32. ফলে, অবোধদের বিপথগমনই তাদের মৃত্যুর কারণ হবে,হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাদেরকে বিনষ্ট করবে;

33. কিন্তু যে জন আমার কথা শোনে,সে নির্ভয়ে বাস করবে, শান্ত থাকবে,অমঙ্গলের আশঙ্কা করবে না।  

মেসাল 1