16. কারণ তাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায়,তারা রক্তপাত করতে বেগে ধাবমান হয়।
17. জাল পাতা হয় অনর্থক,কোন পাখির দৃষ্টিসীমায়।
18. আর ওরা নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে,নিজেদেরই প্রাণ হরণ করতে গুপ্ত থাকে।
19. পরধন-অপহরক সকলেরই এই গতি,সেই ধন সেই গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে।
20. প্রজ্ঞা পথে পথে চিৎকার করে আহ্বান করে,হাটে-বাজারে নিজের আওয়াজ তোলে;
21. সে জনাকীর্ণ পথের চত্বরে আহ্বান করে,নগর-দ্বারগুলোর প্রবেশ-স্থানে,নগরে, সে এই কথা বলে;
22. ‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে?নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে?হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?
23. তোমরা আমার অনুযোগে ফিরে এসো;দেখ, আমি তোমাদের উপরে আমার রূহ্ সেচন করবো,আমার কথা তোমাদেরকে জানাব।’
24. আমি ডাকলে তোমরা অসম্মত হলে,আমি হাত বাড়িয়ে দিলে কেউ গ্রাহ্য করলে না;
25. তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে,আমার তিরস্কার শুনতে চাইলে না।
26. এজন্য তোমাদের বিপদে আমিও হাসব,তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করবো;
27. যখন ঝটিকার মত তোমাদের ভয় উপস্থিত হবে,ঘূর্ণিবাতাসের মত তোমাদের বিপদ আসবে,যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।