মেসাল 1:15-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. বৎস, তাদের সঙ্গে সেই পথে চলো না,তাদের পথ থেকে তোমার চরণ নিবৃত্ত কর;

16. কারণ তাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায়,তারা রক্তপাত করতে বেগে ধাবমান হয়।

17. জাল পাতা হয় অনর্থক,কোন পাখির দৃষ্টিসীমায়।

18. আর ওরা নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে,নিজেদেরই প্রাণ হরণ করতে গুপ্ত থাকে।

19. পরধন-অপহরক সকলেরই এই গতি,সেই ধন সেই গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে।

20. প্রজ্ঞা পথে পথে চিৎকার করে আহ্বান করে,হাটে-বাজারে নিজের আওয়াজ তোলে;

21. সে জনাকীর্ণ পথের চত্বরে আহ্বান করে,নগর-দ্বারগুলোর প্রবেশ-স্থানে,নগরে, সে এই কথা বলে;

22. ‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে?নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে?হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?

23. তোমরা আমার অনুযোগে ফিরে এসো;দেখ, আমি তোমাদের উপরে আমার রূহ্‌ সেচন করবো,আমার কথা তোমাদেরকে জানাব।’

মেসাল 1