11. তারা যদি বলে, ‘আমাদের সঙ্গে এসো,আমরা রক্তপাত করার জন্য লুকিয়ে থাকি,নির্দোষদেরকে অকারণে ধরবার জন্য গুপ্ত থাকি,
12. পাতালের মত তাদেরকে জীবন্ত গ্রাস করি,গর্তগামীদের মত সর্বাঙ্গীন গ্রাস করি,
13. আমরা সমস্ত রকম বহুমূল্য ধন পাব,লুণ্ঠিত দ্রব্যে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করবো,
14. তুমি আমাদের মধ্যে এক জন অংশী হবে,আমাদের সকলেরই টাকার একটি ভাণ্ডার হবে’;
15. বৎস, তাদের সঙ্গে সেই পথে চলো না,তাদের পথ থেকে তোমার চরণ নিবৃত্ত কর;
16. কারণ তাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায়,তারা রক্তপাত করতে বেগে ধাবমান হয়।
17. জাল পাতা হয় অনর্থক,কোন পাখির দৃষ্টিসীমায়।