1. সোলায়মানের মেসাল;তিনি দাউদের পুত্র, ইসরাইলের বাদশাহ্।
2. এই মেসাল দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়,বুদ্ধির কথা বোঝা যায়;
3. উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে,ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে;
4. অবোধদেরকে চতুরতা প্রদান করা যায়,যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা পায়।
5. জ্ঞানবান শুনবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাবে,বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করবে;
6. এর দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়,জ্ঞানবানদের কথা ও তাদের সমস্যা বোঝা যায়।
7. মাবুদের ভয় জ্ঞানের আরম্ভ;অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।