মিকাহ্ 4:7-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. আর খঞ্জকে অবশিষ্টাংশ করে রাখবো ও দূরীকৃতকে বলবান জাতি করবো; এবং মাবুদ এখন থেকে চিরকাল সিয়োন পর্বতে তাদের উপর রাজত্ব করবেন।

8. আর হে পালের উচ্চগৃহ, হে সিয়োন-কন্যার পাহাড়, তোমার কাছে রাজ্য আসবেই আসবে, হ্যাঁ, পূর্বকালীন কর্তৃত্ব, জেরুশালেম-কন্যার রাজ্য আসবে।

9. তুমি এখন কেন ঘোর চিৎকার করছো? তোমার মধ্যে কি বাদশাহ্‌ নেই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হল? তাই বলে কি স্ত্রীর প্রসব-বেদনার মত বেদনা তোমাকে ধরেছে?

মিকাহ্ 4