8. এজন্য আমি মাতম ও হাহাকার করবো, আমি খালি পায়ে ও উলঙ্গ হয়ে বেড়াব, আমি শিয়ালদের মত মাতম করবো, উটপাখিদের মত শোকধ্বনি করবো।
9. কেননা তার ক্ষত চিকিৎসায় সুস্থতা লাভ করবে না; হ্যাঁ, তা এহুদা পর্যন্ত উপস্থিত; আমার জাতির তোরণদ্বার পর্যন্ত, জেরুশালেম পর্যন্ত উপস্থিত।
10. তোমরা গাতে এই কথা জানিয়ো না, একটুও কান্নাকাটি করো না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়েছি।
11. হে শাফীর-নিবাসীনী, তুমি উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও; সানন-নিবাসীনী বাইরে যেতে পারে না; বৈৎ-এৎসলের মাতম তোমাদের থেকে তার অবলম্বন হরণ করবে।
12. মারোৎ-নিবাসীনী মঙ্গলের আকাঙক্ষায় অতিশয় পীড়িতা, কেননা জেরুশালেমের দ্বার পর্যন্ত মাবুদের কাছ থেকে অমঙ্গল উপস্থিত হয়েছে।
13. হে লাখীশ-নিবাসীনী, তুমি ঘোড়ার গাড়িতে দ্রুতগামী পশু যোগ কর; সে সিয়োন-কন্যার অগ্রিম গুনাহ্স্বরূপ ছিল, কেননা তোমার মধ্যে ইসরাইলের অধর্মগুলো পাওয়া গেল।
14. এজন্য তুমি মোরেষৎ-গাৎকে বিদায়কালীন উপহার দেবে; ইসরাইলের বাদশাহ্দের পক্ষে অক্ষীবের বাড়িগুলো প্রতারণা-স্বরূপ হবে।
15. হে মারেশা-নিবাসীনী, আমি পুনর্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনবো; ইসরাইলের গৌরব অদুল্লম পর্যন্ত আসবে।