মার্ক 6:8-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তিনি তাদের হুকুম করলেন, তোমরা যাত্রার জন্য একটি করে লাঠি ছাড়া আর কিছু নিও না, রুটিও না, ঝুলিও না, থলিতে পয়সাও না;

9. কিন্তু পায়ে জুতা দাও, আর দু’টো জামা গায়ে দিও না।

10. তিনি তাদেরকে আরও বললেন, তোমরা যে কোন স্থানে যে বাড়িতে প্রবেশ করবে, সেই স্থান থেকে প্রস্থান করা পর্যন্ত সেই গৃহেই থেকো।

মার্ক 6