মার্ক 15:35-37 কিতাবুল মোকাদ্দস (BACIB)

35. তাতে যারা কাছে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ সেই কথা শুনে বললো, দেখ, ও ইলিয়াসকে ডাকছে।

36. আর এক জন দৌড়ে একখানি স্পঞ্জে সির্কা ভরে তা নলে লাগিয়ে তাঁকে পান করতে দিয়ে বললো, থাক্‌, দেখি, ইলিয়াস ওকে নামাতে আসেন কি না।

37. পরে ঈসা জোরে চিৎকার করে প্রাণত্যাগ করলেন।

মার্ক 15