মার্ক 15:25-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. সকাল ন’টার সময় তারা তাঁকে ক্রুশে দিল।

26. আর তাঁর উপরে এই দোষ-নামা লেখা হল, ‘ইহুদীদের বাদশাহ্‌’।

27. আর তারা তাঁর সঙ্গে দু’জন দস্যুকে ক্রুশে দিল— এক জনকে তাঁর ডানে ও এক জনকে তাঁর বামে।

28. তখন পাক-কিতাবের এই কালাম পূর্ণ হল, তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন।

মার্ক 15