মার্ক 15:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আর প্রধান ইমামেরা খুব ভোরে প্রাচীন নেতাদের, আলেমদের ও সমস্ত মহাসভার সংগে পরামর্শ করে ঈসাকে বেঁধে নিয়ে গিয়ে পীলাতের হাতে তুলে দিল।

2. তখন পীলাত তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদীদের বাদশাহ্‌? জবাবে তিনি তাঁকে বললেন, তুমিই বললে।

3. পরে প্রধান ইমামেরা তাঁর উপরে অনেক দোষারোপ করতে লাগল।

মার্ক 15