5. লোকে ঘাড় ধরে আমাদেরকে তাড়না করে,আমরা পরিশ্রান্ত, কোন বিশ্রাম পাই না।
6. আমরা মিসরীয়দের কাছে করজোড় করেছি,আশেরীয়দের কাছেও করেছি, খাদ্যে তৃপ্ত হবার জন্য।
7. আমাদের পিতৃপুরুষেরা গুনাহ্ করেছেন, এখন তাঁরা নেই,আমরাই তাঁদের অপরাধ বহন করেছি।
8. আমাদের উপরে গোলামেরা কর্তৃত্ব করে,তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।