মাতম 5:3-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. আমরা এতিম ও পিতৃহীন, আমাদের মায়েরা বিধবাদের মত হয়েছেন।

4. আমাদের পানি আমরা রূপা দিয়ে ক্রয় করে পান করেছি,আমাদের কাঠ মূল্য দিয়ে ক্রয় করতে হয়।

5. লোকে ঘাড় ধরে আমাদেরকে তাড়না করে,আমরা পরিশ্রান্ত, কোন বিশ্রাম পাই না।

6. আমরা মিসরীয়দের কাছে করজোড় করেছি,আশেরীয়দের কাছেও করেছি, খাদ্যে তৃপ্ত হবার জন্য।

7. আমাদের পিতৃপুরুষেরা গুনাহ্‌ করেছেন, এখন তাঁরা নেই,আমরাই তাঁদের অপরাধ বহন করেছি।

মাতম 5