15. আমাদের অন্তরের আনন্দলুপ্ত হয়েছে,আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।
16. আমাদের মাথা থেকে মুকুট খসে পড়েছে,ধিক্ আমাদেরকে! কেননা আমরা গুনাহ্ করেছি।
17. এজন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হয়েছে,এ সব কারণে আমাদের চোখ নিস্তেজ হয়েছে।
18. কেননা সিয়োন পর্বত উচ্ছিন্ন স্থান হয়েছে,শিয়ালেরা তার উপর দিয়ে যাতায়াত করে।
19. হে মাবুদ, তুমি অনন্তকাল সমাসীন;তোমার সিংহাসন পুরুষানুক্রমে স্থায়ী।
20. কেন চিরতরে আমাদেরকে ভুলে যাবে?কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?
21. হে মাবুদ, তোমার প্রতি আমাদেরকে ফিরাও তাতে আমরা ফিরবো;আগেকার দিনের মত নতুন সময় আমাদেরকে দাও।