20. যিনি আমাদের নাসিকায় বায়ুস্বরূপ, মাবুদের অভিষিক্ত,তিনি তাদের গর্তে ধৃত হলেন,যাঁর বিষয়ে বলেছিলাম,আমরা তাঁর ছায়ায় জাতিদের মধ্যে জীবন যাপন করবো।
21. হে ঊষদেশ-নিবাসীনী ইদোম-কন্যে,তুমি আনন্দকর ও পুলকিতা হও।তোমার কাছেও সেই পানপাত্র আসবে,তুমি মত্তা হবে, উলঙ্গিনী হবে।
22. সিয়োন-কন্যা, তোমার অপরাধ শেষ হল;তিনি তোমাকে আর বন্দী দশায় ফেলে রাখবেন না;হে ইদোম-কন্যা, তিনি তোমার অপরাধের প্রতিফল দেবেন,তোমার গুনাহ্ অনাবৃত করবেন।