মাতম 4:16-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. মাবুদের মুখ তাদেরকে ছিন্নভিন্ন করেছে,তিনি তাদেরকে আর দেখতে পারেন না;লোকে ইমামদের মুখাপেক্ষা করে নি,প্রাচীনদের প্রতি কৃপা করে নি।

17. এখনও আমাদের চোখ ক্ষীণ হয়ে পড়ছে,মিথ্যা সাহায্যের প্রত্যাশায়;আমরা অপেক্ষা করতে করতে এমন জাতির অপেক্ষায় রয়েছি,যে রক্ষা করতে পারে না।

18. দুশমনেরা আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে,আমরা নিজ নিজ পথে বেড়াতে পারি না;আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সমপূর্ণ হল,হ্যাঁ, আমাদের শেষকাল উপস্থিত।

19. আমাদের তাড়নাকারীরা আসমানের ঈগল পাখির চেয়ে বেগবান ছিল;তারা পর্বতের উপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত,মরুভূমিতে আমাদের জন্য ঘাঁটি বসাত।

মাতম 4