মাতম 3:64-66 কিতাবুল মোকাদ্দস (BACIB)

64. হে মাবুদ, তুমি তাদের হস্তকৃত কাজ অনুযায়ীপ্রতিফল তাদেরকে দেবে।

65. তুমি তাদেরকে অন্তরের জড়তা দেবে,তোমার বদদোয়া তাদের প্রতি বর্তিবে।

66. তুমি তাদেরকে ক্রোধে তাড়না করবে,মাবুদের বেহেশতের নিচে থেকে উচ্ছিন্ন করবে।  

মাতম 3