55. হে মাবুদ, আমি পাতালের কুয়ার মধ্য থেকেতোমার নামে ডেকেছি।
56. তুমি আমার ফরিয়াদ শুনেছ;আমার নিঃশ্বাস, আমার আর্তনাদ থেকে কান লুকিয়ে রেখো না।
57. যেদিন আমি তোমাকে ডেকেছি,সেই দিন তুমি কাছে এসেছো, বলেছ, ভয় করো না।
58. হে, প্রভু, তুমি আমার প্রাণের সমস্ত ঝগড়া নিষ্পত্তি করেছ;আমার জীবন মুক্ত করেছ।
59. হে মাবুদ, তুমি আমার প্রতি কৃত জুলুম দেখেছ,আমার বিচার নিষ্পত্তি কর।
60. ওদের সমস্ত প্রতিশোধ ও আমার বিরুদ্ধে কৃত সমস্ত সঙ্কল্প তুমি দেখেছো।
61. হে মাবুদ, তুমি ওদের টিটকারিও আমার বিরুদ্ধে কৃত ওদের সমস্ত সঙ্কল্প শুনেছ;
62. আমার প্রতিরোধীদের মুখের বচনও আমার বিরুদ্ধে সমস্ত দিন তাদের বক্বকানি শুনেছ।