মাতম 3:51-54 কিতাবুল মোকাদ্দস (BACIB)

51. আমার নগরীর সমস্ত কন্যার বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি তাতে আমার কাঁদছে।

52. অকারণে যারা আমার দুশমন,তারা আমাকে পাখির মত শিকার করেছে।

53. তারা আমার জীবন কূপে সংহার করেছে,এবং আমার উপরে পাথর নিক্ষেপ করেছে।

54. আমার মাথার উপর দিয়ে পানি বয়ে গেল;আমি বললাম, আমি উচ্ছিন্ন হয়েছি।

মাতম 3