মাতম 3:5-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. তিনি আমাকে অবরোধ করেছেন,এবং তিক্ততা ও কষ্ট দ্বারা আমাকে বেষ্টন করেছেন;

6. তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন,বহুকালের মৃতদের মত করেছেন।

7. তিনি আমার চারদিকে বেড়া দিয়েছেন,আমি বের হতে পারি না;তিনি আমার শিকল ভারী করেছেন।

8. আমি যখন ক্রন্দন ও আর্তনাদ করি,তিনি আমার মুনাজাত অগ্রাহ্য করেন।  

9. তিনি খোদাই-করা পাথর দ্বারা আমার পথ রোধ করেছেন,তিনি আমার পথ বাঁকা করেছেন।

মাতম 3