5. তিনি আমাকে অবরোধ করেছেন,এবং তিক্ততা ও কষ্ট দ্বারা আমাকে বেষ্টন করেছেন;
6. তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন,বহুকালের মৃতদের মত করেছেন।
7. তিনি আমার চারদিকে বেড়া দিয়েছেন,আমি বের হতে পারি না;তিনি আমার শিকল ভারী করেছেন।
8. আমি যখন ক্রন্দন ও আর্তনাদ করি,তিনি আমার মুনাজাত অগ্রাহ্য করেন।
9. তিনি খোদাই-করা পাথর দ্বারা আমার পথ রোধ করেছেন,তিনি আমার পথ বাঁকা করেছেন।
10. তিনি আমার পক্ষে লুকিয়ে থাকা ভল্লুক বা অন্তরালে গুপ্ত সিংহস্বরূপ।
11. তিনি আমার পথ বিপথ করেছেন,আমাকে খণ্ড-বিখণ্ড করেছেন, এতিম করেছেন।
12. তিনি তাঁর ধনুকে চাড়া দিয়ে আমাকে তীরের লক্ষ্য করে রেখেছেন।
13. তিনি তাঁর তূণ থেকে তীর নিয়ে আমার মর্মে প্রবেশ করিয়েছেন।
14. আমি হয়েছি স্বজাতীয় সকলের উপহাসের বিষয়,সমস্ত দিন তাদের গানের বিষয়।
15. তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করেছেন,আমাকে নাগদানায় পূরিত করেছেন।
16. তিনি কঙ্কর দ্বারা আমার দাঁত ভেঙ্গেছেন,আমাকে ভস্মে আচ্ছাদন করেছেন।